নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচ সিরিজের শেষ ওডিআইতে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরই মধ্যে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
ওডিআই দলে থাকা তিন ক্রিকেটার বাদ পরেছেন টি২০ স্কোয়াড থেকে। দলে ফিরেছেন আহমেদ শেহজাদ, উমর আকমাল এবং ফাহিম আশরাফ। বাদ পরেছেন আবিদ আলী, ইমাম উল হক এবং মোহাম্মদ রিজওয়ান।
২০১৬ সালের পর এই প্রথমবার পাকিস্তান টি২০ দলে ডাক পেয়েছেন উমর আকমাল। ইঞ্জুরির কারনে আজকের ম্যাচের সাথে টি২০ সিরিজেও মিস করবেন ওপেনার ইমাম উল হক। তার পরিবর্তে দলে এসেছেন এক বছরের বেশী সময় ধরে দলের বাইরে থাকা আহমেদ শেহজাদ।
পাকিস্তানের টি২০ স্কোয়াডঃ
সরফরাজ আহমেদ (অধিনায়ক এবং উইকেটরক্ষক) , বাবর আজম, আহমেদ শেহজাদ, আসিফ আলী, হ্যারিস সোহেল, উমর আকমাল, ফখর জামান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমের, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ হাসনাইন, ওসমান খান শেনওয়ারি এবং ওহাব রিয়াজ।