https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
পাকিস্তান দলের বর্তমান কোচ ইসেবে দায়িত্ব পালন করছেন মিকি আর্থার। আর্থারের অধীনে পাকিস্তান দল মোটামুটি সফল হলেও সেতাতে যেন ঠিক তৃপ্তি পাচ্ছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াদাদ।
পাকিস্তানের সাবেক গতি তারকা ওয়াসিম আকরাম ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচিং করালেও কোনো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোচিং করানোর সুযোগ পাননি। মিয়াদাদের মতে অন্যান্য দেশের ক্রিকেটাররা ওয়াসিমের কাছ থেকে পরামর্শ নিলেও পাকিস্তান দল কোনো পরামর্শ নিচ্ছে না তার কাছ থেকে। তাই ওয়াসিমকে পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেয়ার জোর দাবি জানান মিয়াদাদ।
তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশ তার (ওয়াসিম আকরামের) কাছ থেকে সুবিধা পাচ্ছে। অন্যান্য দেশ সুবিধা নিতে পারলেও আমাদের দেশের ক্রিকেটাররা কেন সুবিধা নিতে পারছে না?’
‘দল ভালো করলে বিদেশি কোচদেরকে কৃতিত্ব দেয়া হয় কিন্তু খারাপ করলে সেই দায় কেন খেলোয়াড়দের উপর চাপানো হয়? বিদেশি কোচদের কাছ থেকে নাকি খেলোয়াড়রা শিখতে পারছে না। নিজ দেশে যদি এক্সপার্ট কোচ না থাকে তাহলে নাহয় বিদেশি কোচ আনলেন। কিন্তু দেশেই ভালো কোচ থাকলে বিদেশি কোচ আনার তো প্রয়োজনই পড়ে না।’ -বলেন মিয়াদাদ