https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ভারত জাতীয় ক্রিকেট দলের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে একতি অজ্ঞাত মেইল থেকে। যে ই-মেইল বার্তাটি আবার প্রেরণ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে।
সাম্প্রতিক সময়ে কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে চরম উত্তেজনা। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিইল ও বিপিল সংখ্যক সেনা মোতায়েনকারী ভারত সরকারের প্রতিও বারবারই হুমকি দিয়ে আসা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে।
এমতাবস্থায় ভারত জাতীয় ক্রিকেট দল বর্তমানে সফর করছে উইন্ডিজ। উইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে কোহলিরা এখন অবস্থান করছে অ্যান্টিগাতে। আর কোহলিরা ম্ররত্যু ঝুকিতে আছে বলে উল্লেখ করা হয়েছে সেই মেইলটিতে।
অজ্ঞাত ঠিকানা থেকে আসা এই মেইলের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তড়িৎ গতিতে জানানো হয় আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে আমরা মেইলটি দেখিয়েছি। এ ব্যাপারে তাদের সাথে কথাও হয়েছে। অ্যান্টিগায় দূতাবাসের সাথে কথা বলা হয়েছে। উইন্ডিজে ভারতীয় দলের নিরাপত্তা জোড়দার করা হয়েছে। মুম্বাই পুলিশও সতর্ক আছে এই ব্যাপারে।’