নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান দল টেস্ট ক্রিকেট হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটের ক্রিকেট তাতে পাকিস্তান খেলছে। দলটির সর্বশেষ সাফল্য হচ্ছে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু সবচেয়ে বড় বিষয় পাকিস্তান নিজস্ব ভেণ্যু নিজ দেশে ক্রিকেট খেলতে পারছে না। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাথে খেলায় ঘটা হামলাযর পর থমকে যায় পাকিস্তানের মাটিতে ক্রিকেট আয়োজন।
দীর্ঘ ১০ বছর পাকিস্তানের মাটিতে ক্রিকেট হয়না বললেই চলে। কারণ পাকিস্তানতাদের হোম ভেণ্যু হিসেবে ব্যবহার করছে দুবাইকে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি ) সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের মাটিতে ক্রিকেট আয়োজনের। যদিও টুকটাক খেলা অনুষ্ঠিত হয়েছে স্বল্প পরিসরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি। কিন্তু তারপরও কাটেনি সেই আতঙ্কের রেশ।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেমে নেই। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার সাথে হোম সিরিজ যেটা হবার কথা নিরপেক্ষ ভেন্যুতে অর্থাৎ আরব আমিরাতে। কিন্তু পিসিবি শ্রীলঙ্কাকে অনুরোধ করেছে যে অন্তত একটি ম্যাচ যেন পাকিস্তানে খেলতে আসে। শ্রীলঙ্কা সেই অনুরোধে সায় দিয়েছে।
শোনা গিয়েছে শ্রীলঙ্কা থেকে প্রতিনিধি দল গিয়েছে পাকিস্তানে এবং তারা নিরাপত্তার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করেছে এবং দেখেছে। তারা একটি রিপোর্ট তৈরি করে পেশ করেছে লংকান ক্রিকেট বোর্ডের কাছে। তারা এটি দেখে সন্তুষ্ট হয়েছেন। তবে এখনি কোনো সিদ্ধান্ত জানায়নি। কারণ আরো গভীর আলোচনা করতে হবে পিসিবির সাথে।
সবকিছু ঠিকঠাক থাকলেও খেলোয়াড়দের সিদ্ধান্ত এখানে বড় ভূমিকা পালন করবে। খেলোয়াড়রা যদি সবুজ সংকেত দেয় তবেই পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা।
তবে আশা করা যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা রাজি হবে। সেটি যদি হয় তবে ১০ বছর পর পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ খেলবে সেই শ্রীলঙ্কাই। এটি হতে পারে পাকিস্তানের জন্য টার্নিং পয়েন্ট। তবে শেষ অবধি কি হবে তা সময়ই বলে দিবে। এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ সিদ্ধান্তটি অনেক সময়সাপেক্ষ।