পাকিস্তান সফরে যেতে অনাগ্রহী ক্রিকেটাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য শেষ হওয়া ভারত সফরের পর চলতি বছরের আইসিসির এফটিপি অনুযায়ী বাংলাদেশের আর কোনো খেলা নেই। ডিসেম্বরের বিপিএলের পর আগামী বছরের শুরুতে পাকিস্থান যাওয়ার কথা রয়েছে জাতীয় দলের।

সবুজ সংকেত পাওয়ার আগেই পাকিস্তান সফরে যাওয়ার অনাগ্রহী ক্রিকেটাররা। নিরাপত্তা বিষয়ে ভীতি ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নারী ও বয়সভিত্তিক পাকিস্তান সফর করে আসায় জাতীয় দলেরও পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অনেকে সম্মত হলেও টেস্ট সিরিজে কারো আগ্রহ নেই, বরং শঙ্কা আছে!

শঙ্কা থাকাটা অস্বাভাবিক নয়। চলতি বছর নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় প্রাণে বেঁচে ফিরেন ক্রিকেটাররা। যার ফলে পরিত্যক্ত হয় ক্রাইস্টচার্চের শেষ টেস্ট ম্যাচটি। নিউজল্যান্ডের মতো শান্তি প্রিয় দেশের এরকম হামলার পর পাকিস্তান মতো জঙ্গি সন্ত্রাসী সক্রিয় দেশে নিরাপত্তা বিষয়ে ভীতি থাকাটাই স্বাভাবিক।

আইসিসির নির্ধারিত এফটিপি অনুযায়ী, জানুয়ারির পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় দল ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। টি-টোয়েন্টি সিরিজ এক সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা সম্ভব, যেখানে দুটি টেস্ট খেলতে প্রায় দুই সপ্তাহ সময় প্রয়োজন। আর এই দীর্ঘ সময়ের সিরিজে অর্থাৎ বিশেষ করে টেস্ট সিরিজ খেলতে নারাজ বেশিভাগ ক্রিকেটার। তবে দলের কোচিং স্টাফ সহ কিছু ক্রিকেটার পাকিস্তান সফরেই যেতে রাজি নয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »