নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান সফরের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সফরের জন্য অন্য সব প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এমন সময়ই এসেছে বাঁধা। হুমকি এসেছে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে গেলে আবারো তাদের উপর হামলা চালানো হবে। এর আগেও লঙ্কানদের উপরে হামলা হয়েছিল পাকিস্তানে। মূলত এর পরেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়।
দল ঘোষণা হয়ে গেলেও এখন এমন হুমকি আসায় পাকিস্তান সফর নিয়ে চিন্তা করছে শ্রীলঙ্কান বোর্ড। শ্রীলঙ্কা বোর্ড কর্তারা বলছেন, ‘পাকিস্তান সফরে গেলে আমাদের উপর হামলা হতে পারে। এমনই খবরই এসেছে আমাদের প্রধানমন্ত্রীর দফতরে। আর এর কারণে পাকিস্তান সফরের ব্যাপারে নতুন কোন পর্যবেক্ষণ করা হবে। আমাদের দেশের ক্রিকেটারদের উপরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে।’
অন্যদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলেছে, ‘শ্রীলঙ্কা বোর্ড পাকিস্তান থেকে হুমকি পেয়েছে এই সফরে না যাওয়ার। এর কারণে আবার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব ইস্যুতেই এখন পর্যন্ত ১০ জন লঙ্কান ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন।’