পাকিস্তান সফর নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আসছে আগামীকাল!

মারুফ ইসলাম ইফতি »

বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরের ব্যাপারে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না।অনেক জল্পনাকল্পনার পর অবশেষে এই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।পাকিস্তান সফরের ব্যাপারে আগামীকাল (বৃহস্পতিবার) চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

চলতি বিপিএলের শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের।ইতিমধ্যে সফরকে সামনে রেখে বাংলাদেশী নিরাপত্তা প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এসেছেন।শুরুর দিকে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় বিসিবি সন্তুষ্ট থাকলেও ক্রিকেটারদের মতামত ও ইচ্ছার উপর নড়েচড়ে বসেছে বিসিবি। জানা গেছে মুশফিক সহ একাধিক ক্রিকেটার পাকিস্তান সফরের ব্যাপার অনিহা প্রকাশ করেছেন ইতিমধ্যে। এছাড়া যারা যেতে চায় তাদের চাওয়া স্বল্প সময়ের সফর হোক পাকিস্তানে।

এই ব্যাপারে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে আমরা লম্বা সময়ের জন্য পাকিস্তান সফর করি টেস্ট টি-টুয়েন্টি উভয় সিরিজ খেলি।আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দিচ্ছে তারা।কিন্তু আমাদের ছেলেরা স্বল্প সময়ের জন্য পাকিস্তান সফর করতে চাইছে, তাদের কাছে লম্বা সময় পাকিস্তান সফর করাটা নিরাপদ মনে হচ্ছে না।আমরা পিসিবিকে এই সমস্যার কথা উপস্থাপন করায় পিসিবি আমাদের পাল্টা উত্তরে জানিয়েছে পিএসএল খেলার জন্য বাংলাদেশী অনেক প্লেয়ার আগ্রহ দেখিয়েছে, যদি নিরাপত্তা ইস্যু নিয়ে এমন ভাবনা হতো তাহলে ৩৫ দিনের পিএসএল সফরের জন্য কেন এত আগ্রহ ছিল?
জাতীয় দলের হয়ে সফর তো আরো সহজ হবে ক্রিকেটারদের জন্য।

পাকিস্তানের এমন উত্তরে সফরের ব্যাপারে আবারো ভাবতে হচ্ছে বিসিবিকে।বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাচ্ছে কিনা এই বিষয়ে আগামীকাল চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বিসিবি থেকে।জানা গেছে সিনিয়র ক্রিকেটারদের সাথে আলোচনা করে এরপর আগামীকাল চুড়ান্ত সিদ্ধান্ত নিবে বিসিবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »