https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সারাবিশ্বের ক্রিকেটে জনপ্রিয়তার নাম এখন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক তি-২০ লিগ। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সব তারকা ক্রিকেটারদের নিয়ে যেন তারার মেলা বসে প্রতিটি আসরে। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ কিংবা ক্যারিবিয়ান লিগের আদলে নতুন একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ হল কানাডারগ্লোবাল টি-২০ লিগ।
তারকা সব ক্রিকেটারদের বিভিন্ন দলে নিয়ে বেশ রমরমা হয়ে উঠেছে টুর্নামেন্টটি। তবে এবার অভিযোগ উঠেছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি টরোন্টো ন্যাশনালস ও মনট্রিল টাইগারের বিরুদ্ধে। এই দুই ফ্র্যাঞ্চাইজি নাকি ক্রিকেটারদের পাওনা টাকা নিয়ে বাধিয়েছে দ্বন্দ্ব। ফলে এই দুই দলের ম্যাচ শুরু হবার পূর্ব মুহূর্তে খেলোয়াড়রা অস্বীকৃতি জানায় ম্যাচ খেলতে।
টরোন্টো ন্যাশনালস এর অধিনায়কের দায়িত্বে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। অন্যদিকে মনট্রিট টাইগারের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অজি ক্রিকেটার জর্জ বেইলিকে। ম্যাচ শুরুর আগে এই দুই দলের সাথে অর্থনৈতিক সমস্যা শুরু হওয়ায় মাঠে নামতে চাননি ক্রিকেটাররা। যার কারণে ম্যাচটি শুরু হতে দুই ঘণ্টা বেশি সময় লাগে।
এদিকে কর্তৃপক্ষ থেকে এই সমস্যা আড়াল করতে বলা হয়েছে ম্যাচ শুরু হতে দেরি হবার কারন ছিল টেকনিক্যাল।