পর্দা উঠলো ডিপিএলের, জয় পেয়েছে নাইট রাইডার্স ও হরিধরপুর!

নিউজ ডেস্ক »

আজ থেকে শুরু হয়েছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট দৌলতপুর প্রিমিয়ার লীগ (ডিপিএল)। ডিপিএলের চতুর্থ আসর মাঠে গড়িয়েছে আজ। আগের সবগুলো আসর টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও তবে ডিপিএলের এবারের বিশেষ আসরটি হচ্ছে টি-টেন ফরম্যাটে।

আজ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ৯নং বাউসা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য দীপ্তেন্দু দাশ গুপ্ত (বিধু)। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দৌলতপুর প্রিমিয়ার লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক দৌলতপুর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ও নাইট রাইডার্স ক্রিকেট ক্লাব। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন এই টুর্নামেন্টে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক দুর্জয় দাশ গুপ্ত।
কিন্তু নাইট রাইডার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার৷ নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে দৌলতপুর সোনার বাংলা স্পোর্টিং ক্লাব৷ ৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে একটা সময় ম্যাচটা জমে উঠে৷ শেষ দুই ওভারে নাইট রাইডার্সের প্রয়োজন ছিলো ২১ রান। দারুণ বল করা টুটুলের ব্যাট হাতে ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে দুই বল বাকি থাকতেই ৪ উইকেট জয় পায় তারা। ম্যাচ হারলেও হ্যাট্রিক তুলে নিয়েছেন দৌলতপুর সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের পেসার শুভ। অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন টুটুল।

অপরদিকে, দিনের ২য় ম্যাচে অগ্রযাত্রা ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় হরিধরপুর একাদশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে অগ্রযাত্রা ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে মামুন ও সজীবের অলরাউন্ডিং পারফরম্যান্সে হেসে খেলেই জয় তুলে নেয় হরিধরপুর ক্রিকেট ক্লাব। হ্যাট্রিক সহ ৪ উইকেটের পাশাপাশি ২৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন হরিধরপুর একাদশের সজীব।

দৌলতপুর প্রিমিয়ার লীগের এই আসরে থাকছে মোট ১৬ টি দল। টি-টেন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ধিত নিয়ম অনুসারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে একটি আকর্ষণীয় এলইডি টেলিভিশন৷ আর রানার-আপ দল পাবে একটি আকর্ষণীয় মোবাইল ফোন।

খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তরুণ প্রজন্মকে মাদকের মত ভয়ংকর নেশা থেকে দূরে রাখতে প্রতি বছর দৌলতপুরে অনুষ্ঠিত হয় দৌলতপুর প্রিমিয়ার লীগ (ডিপিএল)। তারই ধারাবাহিকতায় এ বছর ডিপিএলের চতুর্থ আসর বসেছে। এই পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক অনলাইন পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »