পরবর্তী বোর্ড সভাপতি কে হতে পারেন জানালেন পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নাজমুল হাসান পাপনের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রশ্ন উঠেছে কে জতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরবর্তী সভাপতি। যদিও বিসিব সভাপতি হিসেবে পাপনের মেয়াদ রয়েছে আর বিসিব সভাপতির দায়িত্ব পালন করতেও কোনো রকম বাধা নেই। তবে পাপন জানিয়েছেন বিসিবি সভপাতি দায়িত্ব তিনি ছাড়তে চান। চলতি মেয়াদ শেষ করতে চান পাপন।

তাই এখন থেকেই প্রশ্ন উঠছে কে হবেন বিসিবির পরবর্তী সভাপতি। গুঞ্জন ওঠে মাশরাফি হতে পারেন সে উত্তর। তবে বিসিবি সভাপতি হতে হতে হলে লাগবে কাউন্সিলরশিপ, যেটা মাশরাফির নেই। আবার পুরোনো। বোর্ড পরিচালকদরেও সভাপতি হওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

শুক্রবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে বিসিবির সভাপতি নির্বঅচন নিয়ে কথা বলেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘এটা বলা মুশকিল, প্রথম কথা হচ্ছে এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আগে আসতে হবে তাকে। প্রথমে তাকে কাউন্সিলরারশিপ নিতে হবে। কাউন্সিলর হওয়ার পরে আসতে হবে নির্বাচিত হয়ে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা ঠিক করবে কে সভাপতি হবে। প্রসেসটা খুব সিম্পল।’

পাপনের কথায় পরিস্কার বোঝা যায় মাশরাফির বিসিবি সভাপতি হওয়ার সম্ভাবনা আপততো নেই। তাহলে বলাই যায় পুরোনো বোর্ড পরিচালকদের মধ্য থেকেই হবেন পরবর্তী সভপতি। পাপন বলেন, ‘আমার মনে হয় একটা হতে পারে আইসিসির মেয়াদটা শেষ হলে, তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডিরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই।’

পাপন আরও বলেন, ‘এখন ধরেই নিলাম আমার বোর্ডের সবাই আছে। নতুন আরও দু’জন বা একজন আসলো, এখানে সিনিয়রদের মধ্যে সিরাজ (এনায়েত হোসেন সিরাজ) ভাই আছে, ববি (আহমেদ সাজ্জাদুল আলম) ভাই, জালাল ইউনুস এবং মাহবুব আনাম আছে। আবার ক্রিকেটারদের মধ্যে সিনিয়র যারা আছে আকরাম খান আছে দুর্জয় (নাইমুর রহমান) আছে আমাদের সুজন (খালেদ মাহমুদ) আছে। আমি বলছি যে অনেকেই আছে। এখন তারা কাকে বেছে নেবে এটা কিন্তু বলা কঠিন। বাইরে থেকে চাপানোর কোনো সুযোগ নেই।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »