পরবর্তী এশিয়া কাপ বসছে পাকিস্তানে?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ক্রিকেটের সংক্ষিপ্ত দুই ফরম্যাট ওয়ানডে এবং টি-২০। এই দুই ফরম্যাটের বিশ্বকাপও আয়োজিত হয়ে আসছে নির্দিষ্ট সময় শেষে। বিশ্বকাপের পরে এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় আসরটির নাম ‘এশিয়া কাপ’। দুই ফরম্যাটের বিশ্বকাপের আগে আলদা আলাদা ফরম্যাটে আয়োজিত হচ্ছে এশিয়া কাপের আসর।

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের আসর। এর আগে এশিয়া কাপের আসরটি হবে পাকিস্তানে!

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে হামলার পর থেকেই মূলত নিজেদের দেশে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটের আসরের কিছু ম্যাচ আয়োজন করলেও নিয়মিত কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে তারা।

এদিকে ২০২০ এশিয়া কাপের আয়োজক দেশ হতে যাচ্ছে পাকিস্তান এমন তথ্যই প্রকাশ করেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের উপস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এই আসর আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানকে। এমনটাই জানানো হয়েছে পাক ক্রিকেট বোর্ড থেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »