নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অন্তপ্রান। বিশ্বের বুকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বহনকারী এক অদম্য ক্রিকেট সৈনিক। কিছুদিন আগে আইসিসির নিয়ম বহির্ভূত কাজ করায় ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয় সাকিব আল হাসানকে। তবে ২ বছর থেকে এক বছর কমিয়ে ১ বছর মাঠের বাহিরে থাকতে বলা হয়েছে তাকে। এই এক বছরের আইসিসির নিয়ম আবারও ভাঙলে ২ বছরের নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে।
একজন সেরা ক্রিকেটার তো বটেই একজন নিঘাত ধর্মভীরু মানুষ সাকিব আল হাসান। নিজের ধর্ম পালনে সবসময়ই সচেষ্ট সাকিব আল হাসান। এর আগে অনেকবারই পবিত্র ওমরাহ পালন করেছেন তিনি এছাড়া পবিত্র হজ্জ ও পালন করেছেন তিনি। নিষিদ্ধ হয়ে ক্রিকেটের বাহিরে থাকায় এই অবসর সময়টাকে কাজে লাগাতে বদ্ধপরিকর সাকিব আল হাসান । তারই বদৌলতে আবারও পবিত্র ওমরাহ পালন করতে গেলেন তিনি।
গতরাত ২ টা মিনিটের একটি ফ্লাইটে পবিত্র ওমরাহ পালনের জন্য জেদ্দার উদ্দেশ্যে ত্যাগ করেন তিনি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পবিত্র ওমরাহ পালন শেষে আবারও বাংলাদেশে ফিরবেন সাকিব আল হাসান।