শোয়েব আক্তার »
হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সফররত জিম্বাবুয়ের বিপক্ষে চলছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে সৌম্য সরকার, লিটন দাসের বিধ্বংসী ব্যাটিং এবং মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলামের বোলিং তোপে ৪৮ রানের সহজ জয় পায় বাংলাদেশ।
প্রথম ম্যাচের জয়ের নায়ক সৌম্য সরকার এবার আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। পঞ্চপান্ডব খ্যাত মাশরাফি বিন মোত্তর্জা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের পর ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছেন সৌম্য সরকার। আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামলেই এ রেকর্ড গড়বেন তিনি।
দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। এপর্যন্ত ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তালিকায় এর পরের নামটি “মিস্টার ডিপেন্ডেবল” খ্যাত মুশফিকুর রহিমের। দেশের জার্সি গাঁয়ে তিনি খেলেছেন ৮৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
আইসিসি’র দেওয়া নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছেন ৭৬ টি ম্যাচ। ৭৪ টি ম্যাচ খেলে তালিকার চার নম্বরে আছেন সদ্য ওয়ানডে দলের অধিনায়ত্ব পাওয়া তারকা ওপেনার তামিম ইকবাল। আর ২০১৭ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলা মাশরাফী বিন মোর্ত্তাজা ৫৪ টি ম্যাচ খেলে তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল ই নিজের ৫০ তম টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ৪৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সৌম্য এখন পর্যন্ত ১২৫.৩৬ স্ট্রাইক রেটে ১৮.৪০ গড়ে ৮৬৫ রান করেছেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে ৩২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ সেরা। কাল ব্যাট হাতে আবারও নিজের ৫০তম ম্যাচ কে নিশ্চই রাঙ্গিয়ে দিতে চাইবেন সৌম্য।