পঞ্চপান্ডবের অনুদান ভাগ হলো ১০ হাজার করে!

নিউজ ক্রিকেট »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম মেরুদণ্ড মাশরাফি,তামিম,সাকিব,মুশফিক ও রিয়াদের সমষ্টিগত অপর নাম পঞ্চপান্ডব। দলকে যেমন সামনে থেকে নেতৃত্ব দেন এরা অনুরূপ ভাবে ড্রেসিংরুমের বাইরের মহৎ কাজ গুলোতেও এই পাঁচ জন

প্রথম সারিতে থাকেন সবসময়।নিজেদের অবস্থান থেকে সবসময় অসহায় ও হতদরিদ্রদের সাহায্যের হাত বাড়িয়ে দেন ওরা ৫ জন।এবার পঞ্চপান্ডব সম্মেলিত ভাবে পাশে দাঁড়ালেন সেই সকল মানুষ গুলোর পাশে যাদের অক্লান্ত শ্রম ও ভূমিকা এই ক্রিকেটারদের ক্যারিয়ারে।বলছি টিম বয়,ম্যাসাজম্যান ও মাঠ কর্মীদের কথা।এরা সবাই ক্রিকেটারদের সাথে প্রায় এক সুতোয় গাথা।অথচ মহামারি করোনাভাইরাসের ফলে আপাতত খেলা না হওয়ায় কর্মহীন এই মাঠ কর্মী গুলো অর্থ উপার্জনের সকল রাস্তা বন্ধ হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে বেশ বিপাকে আছে ক্রিকেটের পর্দার আড়ালের এই মানুষগুলো।

আর তাই পঞ্চপান্ডব সম্মেলিত ভাবে প্রত্যেকে ১ লক্ষ টাকা করে ৫ লক্ষ টাকার একটি ফান্ড করে অবহেলিত এই মানুষ গুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।৫ লক্ষ টাকার এই অনুদান টিমবয়,মাঠ কর্মী ও ম্যাসাজম্যানদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।এরই মধ্যে সবাইকে নিজ নিজ অনুদান বুঝিয়ে দেওয়া হয়েছে।প্রত্যেকে ১০ হাজার টাকা করে অনুদান পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তারা।

বাংলাদেশ সময়ঃ ৩.০০ পিএম

নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »