নিউজ ডেস্ক »
বর্তমান করোনা ভাইরাসের সঙ্কটে পর্যাপ্ত শ্রমিকের অভাবে পাকা ধান ঘরে তুলতে বেশ হিমসিম খাচ্ছে দেশের কৃষকরা। তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীদের সরাসরি মাঠে নেমে ধান কাটার ছবি। তাদের এসব কর্মকান্ড নিয়ে অনেক বিরুপ মন্তব্য ও দেখা যাচ্ছে। অনেকে প্রশ্ন করছেন, আসলেই তারা ধান কাটছে কি-না, নাকি শুধুই ফটোসেশান।
এইদিকে বাংলাদেশ জাতীয় সংসদের নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হাটলেন ভিন্ন পথে। তিনি নড়াইলের কৃষকদের জন্য কিনে দিয়েছেন ধান কাটার আধুনিক যন্ত্র “কম্বাইন্ড হারভেস্টার মেশিন”। যা দিয়ে খুব সহজেই একই সময়ে ধান কাটা ও মারাইয়ের কাজ করা যায়।
নড়াইলবাসীর উন্নয়নে নিবেদিত প্রাণ মাশরাফি বিন মর্তুজা করে যাচ্ছেন একের পর এক উন্নয়নমূলক কাজ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বেশ তৎপর মাশরাফি। নড়াইলবাসীর জন্য চালু করেছেন ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা। করেছেন ডক্টরস সেফটি সেন্টার। তাছাড়া করোনা মোকাবেলায় নানাভাবে অসহায়দের সহযোগিতা দিচ্ছেন তাঁর নিজের গড়া ” নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন” থেকে
নিউজক্রিকেট২৪/ এমএস