নেপালের একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন পরশ

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

নেপালের একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন পরশ খড়কা। ব্যাট হাতে টি-২০ ক্রিকেটে মাত্র ৪৯ বলে শতক হাঁকিয়েছেন পরশ। শুধু টি-২০ ক্রিকেটেই নয় নেপালের জার্সিতে ওয়ানডেতেও একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান।

আন্তর্জাতিক অঙ্গনে নেপালের ক্রিকেটের পথচলা খুব বেশিদিন নয়। এখনও মিলেনি সাদা পোশাকের মর্যাদার লড়াইয়ে মাঠে নামার স্ট্যাটাস। ওয়ানদে ও টি-২০ খেলে গেলেও বড় দলগুলোর সাথে খেলার সুযোগ মিলছে না এখনও।

অন্যদিকে টেস্ট স্ট্যাটাস পাওয়া আরেক দল জিম্বাবুয়েকে সাথে নিয়ে নেপাল, জিম্বাবুয়ে ও সিঙ্গাপুরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সিঙ্গাপুর এবং নেপাল। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেই ব্যাট হাতে ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লেখিয়েছেন পরশ।

শনিবার সিঙ্গাপুরের দেয়া ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক বোলারদের উপর স্ট্রিম রোলার চালান নেপালি পরশ। ৪ ওভার হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পায় নেপাল। ১০৬ রান করে অপরাজিত থাকেন পরশ খড়কা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »