নেট বোলারকে গোলাপি বল উপহার দিলেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে ভারত-বাংলাদেশের প্রতিক্ষিত গোলাপী বলের টেস্ট শুরু হচ্ছে আগামীকাল। গোলাপি বলের টেস্টকে সামনে রেখে প্রস্তুতির কমতি নেই কলকাতার ইডেন গার্ডেন্সে। যে গোলাপি বল এই সিরিজের আগে ভারত-বাংলাদেশের ক্রিকেটাররা ছুঁয়েও দেখেনি আর এখন তাদের চারপাশেই কি বিচরণ করছে অসংখ্য গোলাপি বল। ইডেন যেন এখন গোলাপি বলের স্বর্গরাজ্য। কলকাতাকে গোলাপি রঙে সাজিয়েছে ভারত। গোলাপি বলের টেস্টকে সামনে রেখে অনুশীলনের ঘাটতি রাখছে না বাংলাদেশ।

যে গোলাপি বল নিয়ে এত আলোচনা সেই গোলাপি বলে মাহমুদউল্লাহ রিয়াদকে দুইবার আউট করে আলোচনায় বাঁ’হাতি স্পিনার প্রলয় ব্যানার্জি। আসন্ন গোলাপি বলের টেস্টকে সামনে রেখে গতকাল ( ২০ নভেম্বর) ইডেনে অনুশীলন করে বাংলাদেশ দল। নেটে ব্যাট করার সময় প্রলয় ব্যানার্জির বলে দুইবার আউট হন রিয়াদ। যেখানে একবার বোল্ড ও অন্যবার এলবিডব্লিউ আউট হন। রিয়াদকে আউট করার পর উচ্ছ্বসিত দেখা যায় তাকে যা অস্বাভাবিক নয়। এমন আউটের পর প্রলয়কে গোলাপি বল উপহার দেন রিয়াদ।

পরে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘প্রলয় পাইকপাড়া স্পোর্টিং ক্লাবে খেলে আর বাড়ি ট্যাংরাতে। মোহনবাগানে সুযোগ পেলেও মেধাবীদের ভিড়ে সুযোগ হয়নি ম্যাচ খেলার। তবে বাংলাদেশের নেটে বল করতে এসে চমক জাগালেন।’

এবারই প্রথম গোলাপি বল দেখলেন প্রলয় ব্যানার্জি আর রিয়াদকে আউট করে বল উপহার পাওয়ায় আনন্দিত। এছাড়া বাংলাদেশের স্পিনকোচ ভেট্টরির কাছে থেকে পেয়েছেন পরামর্শ। পরে সে জানায়, ‘বল উহার পেয়ে আমার খুব ভালো লেগেছে। এর আগে কখনো গোলাপি বল দেখিনি। ভেট্টরি স্যার আমাকে বলেছিলেন বলকে আরও একটু হাওয়ায় রাখতে। তাহলে বল ঘুরবেও বেশি আর বাউন্সও পাবো বেশি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »