নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের অন্যতম সম্ভবনাময় অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হতো সোহরাওয়ার্দী শুভকে। সাকিবের মতই বাঁহাতে বল করেন। তার ব্যাটিংটাও বেশ কার্যকর। সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ভালো করে মেলে ধরতে না পারায় একটা সময় হারিয়ে যান শুভ। এক টানা দেড় বছর ছিলেন জাতীয় দলে। খেলেছেন ১৭ টি ওয়ানডে, ১ টি টেস্ট আর ১ টি টি-টোয়েন্টি। তবে ঘরোয়া ক্রিকেটে এখন নিয়মিত ব্যাটে-বলে পারফর্ম করছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার৷ চলমান জাতীয় লিগেও জ্বলে উঠেছেন ব্যাটে-বলে৷ একজন পরিপূর্ণ অলরাউন্ডারের যেভাবে পারফর্ম করা উচিত ঠিক সেভাবেই দলের বিপদে পারফর্ম করছেন তিনি।
এবার নিউজ ক্রিকেট ২৪ এর মুখোমুখি হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ৷ আড্ডার ছলে হয়েছে অনেক কথা। একান্ত সাক্ষাৎকারে অনেক কিছুই জানিয়েছেন এই অলরাউন্ডার।
প্রশ্নঃ জাতীয় লিগে বেশ ফুরফুরে মেজাজে আছেন৷ পারফর্ম করছেন ব্যাটে-বলে। জাতীয় লিগ নিয়ে আপনার কোন বিশেষ পরিকল্পনা ছিল?
সোহরাওয়ার্দী শুভঃ হ্যাঁ, জাতীয় লিগ নিয়ে অনেক পরিকল্পনা ছিল। প্রচুর প্র্যাকটিস করেছি। ব্যাটিং-বোলিং নিয়ে আলাদাভাবে কাজ করেছি৷ ফিটনেস নিয়েও অনেক কাজ করেছি৷ আল্লাহর রহমতে সেগুলো এখন খুব কাজে দিচ্ছে।
প্রশ্নঃ ব্যাটিং নাকি বোলিং, কোনটায় বেশি সাচ্ছন্দ্যবোধ করেন?
সোহরাওয়ার্দী শুভঃ ব্যাটিং আর বোলিংয়ের মধ্যে আমি বোলিংটা বেশি উপভোগ করি। তবে এমন না যে আমি শুধু বোলিং নিয়েই কাজ করি বা চিন্তা করি। আমি বোলিংয়ের মত ব্যাটিংটাও উপভোগ করি। প্রচুর ব্যাটিং প্র্যাকটিস করি, ব্যাটিং নিয়েও অনেক কাজ করি। দুটোই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।
প্রশ্নঃ জাতীয় লিগের শিরোপা ঘরে তুলতে পারবেন? কতটা আশাবাদী এ ব্যাপারে?
সোহরাওয়ার্দী শুভঃ দেখেন, শিরোপা জয়ের উদ্দেশ্য নিয়েই আমরা লিগ শুরু করেছি। পয়েন্ট টেবিলে আমরা হয়তো একটু পিছিয়ে আছি। কিন্তু দুটো ম্যাচ আছে এই দুটি ম্যাচ জিততে পারলে আমরা পয়েন্ট টেবিলের উপরে আসতে পারবো।
প্রশ্নঃ অনেকদিন ধরেই আপনি জাতীয় দলের বাইরে। ধারাবাহিক পারফর্ম করলে জাতীয় দলে আবার ফিরতে পারবেন?
সোহরাওয়ার্দী শুভঃ হ্যাঁ, অবশ্যই। নিয়মিত পারফর্ম করলে জাতীয় দলে ডাক আসতেই পারে৷ এছাড়া আমাদের নির্বাচকমন্ডলী বলে দিয়েছেন বয়স বড় কোন ফ্যাক্ট না যদি পারফরম্যান্স আর ফিটনেস ঠিক থাকে৷ সম্প্রতি অনেকদিন ধরে দলের বাইরে থাকা আরাফাত সানীও দলে ফিরেছেন। আমি সানী থেকেও জুনিয়র। তাই আমি মনে করি ভালো পারফরম্যান্স করতে পারলে জাতীয় দলে ফেরা সম্ভব।
প্রশ্নঃ ভারত-বাংলাদেশ মহারণ আজ৷ প্রথম কোন এশিয়ান দল হিসেবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভবনা কতটুকু দেখছেন বাংলাদেশের?
সোহরাওয়ার্দী শুভঃ সাকিব-তামিমের মত দুইজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া এই খারাপ সময়ে বাংলাদেশ দল যেভাবে ভারতের বিপক্ষে খেলছে এটা সত্যিই প্রশংসনীয়। দল হিসেবে বাংলাদেশ অসাধারণ পারফরম্যান্স করছে। ভারতের বিপক্ষে সিরিজ জেতা অসম্ভব কিছু না৷ সবাই নিজেদের সেরাটা দিতে পারলে সিরিজ জয় সম্ভব।
প্রশ্নঃ বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তরুণ ক্রিকেটারদের নিয়ে আপনি কতটা আশাবাদী? এরা কি পারবে ভবিষ্যতের সাকিব-তামিম-মুশফিক হতে?
সোহরাওয়ার্দী শুভঃ আমি মনে করি অবশ্যই তরুণ ক্রিকেটাররা সাকিব-তামিম-মুশফিকের মত হতে পারবে। এমনকি এদের থেকে আরো ভালোও হতে পারবে। কারণ আপনি দেখেন আমাদের সাকিব-তামিম-মুশফিক যখন হয়েছে তখন বিশ্বমানের প্লেয়ার আমাদের ছিল না৷ তারপরও এরা এত বড় মাপের ক্রিকেটার হয়েছেন৷ কিন্তু এখন এদের সামনে সাকিব-তামিম-মুশফিকের মত ক্রিকেটার আছে কাজেই তরুণরা চাইবে এদের থেকেও ভালো ক্রিকেটার হওয়ার আর সে দিকেই আগাবে।
প্রশ্নঃ দেশের প্রতিনিধিত্ব করা, জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামাটা অনেক বড় ব্যাপার৷ আবার এই জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন দেখেন নিশ্চয়ই?
সোহরাওয়ার্দী শুভঃ অবশ্যই, জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন দেখি। ক্রিকেট খেলিই এই স্বপ্ন নিয়ে৷ ক্রিকেট ভালোবেসে খেলা শুরু করেছি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। তাই এমন স্বপ্ন আর আশাই থাকে সবসময়। আমার কাজ হলো পারফর্ম করা। পারফর্ম করলে আমার জন্য সুযোগ আসতে থাকবে। কাজেই আমি আমার পারফরম্যান্সের দিকে নজর দিচ্ছি।