নিষিদ্ধ করার জন্য খোঁজা হচ্ছে সেই দর্শককে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। দু ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারী ইংল্যান্ডকে ইনিংস ব্যবধান ও ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তবে কিউইদের জয়ের উল্লাস এখন আর নেই। পুরো ক্রীড়াঙ্গনে বইছে জোফরা আর্চার ওপর বর্ণবাদের আচরণের বিষয়টি।

নিউজিল্যান্ড সাথে প্রথম টেস্টে নেমে আর্চার এ ঘটনার মুখোমুখি হন। নিজেই টুইট করে এ ঘটনাটি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্চার লেখেন, ‘আমার দলকে বিপদের সময় বাঁচাতে গিয়ে বর্ণবাদী অপমান শোনা কিছুটা বিরক্তিকর ছিল। ওই একজন লোক ছাড়া গোট কয়েকদিনের সমর্থকেরা অসাধারণ ছিলেন। বার্মি আর্মিও যথারীতি ভালো ছিলো।’

আর্চারের সাথে এ ঘটনাটি মেনে নিতে পারছে না কিউইরা। এই ঘটনার পর আর্চারের কাছে ক্ষমা চেয়ে একটি টুইট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তাতে জানানো হয়েছে, সিরিজে দ্বতীয় ম্যাচে নিরাপত্তা বাড়ানো হবে। যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয়।

তাছাড়াও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, ‘বর্ণবাদী মন্তব্য করা সেই দর্শকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে নিউজিল্যান্ড ক্রিকেট মাঠ থেকে। আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করছি। পেলে আমরা সাথে সাথে পুলিশের কাছে তুলে দেবো। তাকে আমরা আজীবনের জন্য ক্রিকেট মাঠ থেকে নিষিদ্ধ করব। যাতে করে আর কোনো দিন ক্রিকেট মাঠেই প্রবেশ করতে না পারে।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »