https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা। একবার ফ্র্যাঞ্চাইজিদের বেঁকে বসা আবার আবার ক্রিকেটারদের চুক্তি নিয়ে নানা ঝুট ঝামেলা। সেই বিতর্কের রেশ না কাটতেই আবারও যেন বষ্মে ঘি ঢেলে দেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী সাবেক আইসিসি ও বিসিবি প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল।
হুট করেই মুস্তফা কামাল সংবাদ মাধমকে বলে বএসেন এই বছর আয়োজন করা হচ্ছে না বিপিএলের! অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে বিপিএলের সপ্তম আসর অনুষ্ঠিত হতে পারছে না। এর কারন হিসেবে বলেছিলেন এক বছরে নাকি দুটি বিপিএল আয়োজন সম্ভব না।
অন্যদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানালেন পূর্বনির্ধারিত সময় অনুযায়ী হতে যাচ্ছে বিপিএলের আগামী আসর। সোহেল বলেন, ‘বোর্ড সিদ্ধান্ত নিবে বিপিএল হবে কিনা। বিপিএল না হওয়ারও কোনো কারন দেখি না আমি। সব দিক দিয়েই আমরা তৈরি। ডিসেম্বরে বলেছিলাম, ডিসেম্বরেই বিপিএল হবে। যে আইনের কথা কামাল ভাই (আ হ ম মুস্তফা কামাল) বলেছে সেটা হয়তো তিনিই তৈরি করে দিয়ে গেছে। আইন অনেকবার পরিবর্তন হয়েছে।’
এদিকে ফ্র্যাঞ্চাইজিদের সাথে বোর্ডের দরকষাকষির পর যদি শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি দল নিতে না চায় তাহলে নতুন কোম্পানি দল নেয়ার ক্ষেত্রে আগ্রহী বলেও জানান শেহ সোহেল। ‘ফ্র্যাঞ্চাইজি হতে প্রায় অনেকেই (১৪-১৫) আগ্রহ দেখিয়েছে। ঢাকা, খুলনা, চিটাগং, কুমিল্লা নিতে চায়, খুবই আগ্রহী।’