নিউজ ডেস্ক »
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব শোনা যাচ্ছিলো সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের। তবে মোহাম্মদ ইরফান সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন খোদ মোহাম্মদ ইরফান।
রবিবার নিজের সম্পূর্ণ সুস্থতার কথা জানিয়ে টুইট করেন তিনি। এতে বলেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন কোন ধরণের দূর্ঘটনার ঘটনা ঘটেই নি।
ইরফানের ভাষায়, ‘কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম একটি গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন ভূয়া খবর ছড়িয়েছে। এটি আমার পরিবার এবং বন্ধুদের বিরক্ত করে তুলেছে। এবং আমি এ সম্পর্কে অনেকগুলো ফোন কল পেয়ে আসছি। দয়া করে এ জাতীয় জিনিস থেকে বিরত থাকুন। কোনও দুর্ঘটনা ঘটেনি এবং আমরা ভাল আছি।’
মোহাম্মদ ইরফান মুলত বিশ্বের সবথেকে লম্বা ক্রিকেটার হিসেবে পরিচিত। তার ৭ ফুট ১ ইঞ্চির বিশাল দৈর্ঘ্যের কারণেই বিশ্ব ক্রিকেটে আলাদাভাবে পরিচিত এই ক্রিকেটার।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক অভিষেক হয় মোহাম্মদ ইরফানের। ক্যারিয়ারে ৩ ফরম্যাট মিলিয়ে ৮৬টি ম্যাচ খেলে ১০৯ টি উইকেট সংগ্রহ করেন এই পেসার।
নিউজ ক্রিকেট/কেএমএএইচ