নিজেদের ভুলের কথা স্বীকার করলেন সৌম্য

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে সৌম্য সরকারকে বেছে নেয়া হয়েছে দীর্ঘদিন হল। কখনও কখনও জ্বলেও উঠেছিলেন এই ক্রিকেটার। তবে সেটা স্থায়ী হয়নি বেশিদিন।

গত বিশ্বকাপের আগে প্রিমিয়ার লিগে ডাবল সেঞ্চুরি হাআলেও সেটা যেন হাওয়ায় মিলিয়ে যায় বিশ্বকাপের আসরেই। কোনো ম্যাচেই নিজের ইনিংস লম্বা করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। একই দুর্দশার চিত্র দেখা গিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও।

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব কয়টিতেই হেরে ধবলধোলাই হওয়া দলের সদস্য সৌম্য সরকার মাথা পেতে নিলেন ব্যর্থতার দায়। পাশাপাশি সাকিব আল হাসানের অনুপস্থিতও যে টের পাচ্ছে পুরো দল সেটাও জানালেন তিনি।

সাকিব প্রসঙ্গে সৌম্য বলেন, ‘ব্যাপারটা এমন নয় যে একজন থাকলে সবকিছু বদলে যেত। আসল ব্যাপারটা হল শুধু একজনের পারফরম্যান্স দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়। তবে তিনি (সাকিব) যদি থাকতেন তাহলে তার ভালো খেলায় সবাই অনুপ্রেরণা পেতো। ব্যর্থতা থেকে সবাই বের হয়ে আসতে পারলে ভিন্ন কিছু হতেই পারতো।’

‘নিজেদের ব্যর্থতা আমাদেরকে মেনে নিতেই হবে। একই ভুল প্রতিনিয়ত করলে সেটা অবশ্যই দেখতে খারাপ লাগে। আমরা এমনতা করছি সেটা স্বীকার করছি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »