https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিংটা ছিল নড়বড়ে। শুধু যে বোলিংটাই নড়বড়ে ছিল এমন নয়। ফিল্ডিং কিংবা বোলিংও ছিল বেশ দৃষ্টিকটু। ফলে বিশ্ব আসরের এমন বাজে পারফরম্যান্সের পর পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
নতুন করে মাশরাফিদের গুরু হিসেবে বেছে নেয়া হয় দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গেভেল্টকে। নতুন এই পেস বোলিং কোচ বিসিবির সাথে চুক্তি করার পর নিজের কর্ম পরিকল্পনা সম্পর্কে বেশ সচেতন হয়ে গেছেন।
ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এই কোচ জানান তিন ফরম্যাটেই পুরো দলের বোলারদের ধারাভিক করে গড়ে তুলতে হবে। আর ভাষ্য, ‘নতুন বলে সব ফরম্যাটেই ধারাবাহিক হতে হবে। নিজের লেন্থ অবশ্যই নিখুঁত করতে হবে তাকে (বোলার)। শুরুতে তাকে চার থেকে পাঁচটি বল সঠিক লেন্থে ফেলতে হবে তারপর অন্য হিসেব। তারা (বাংলাদেশ) দেশের মাটিতে সবসময় দুইজন পেসার নিয়ে খেলে। কিন্তু দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে গেলে সেখানে তারা তিনজন পেসার নিয়ে যায়। সেই তিনজন পেসার আমাকে তৈরি করতে হবে যারা সবসময় লেন্থ বজায় রেখে বল করতে পারবে।’
এদিকে কাটার মাস্টার হিসেবে খ্যাত মুস্তাফিজুর রহমানকে নিয়ে তার পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি আরও বলেন, ‘সেরা হতে গেলে নতুন বলের সাথে সামঞ্জস্যতা রক্ষা করতেই হবে। আপনাকে অবশ্যই সথিক লেন্থ নজায় রাখতে হবে। মুস্তাফিজ দারুণ বোলার কিন্তু নতুন বলে তার জন্য কঠিক হয়ে যায়। বল সঠিক গ্রিপে আসে না এসময়। অনেক অফ কাটার মারার চেষ্টা করে সে। কিন্তু আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ অল সেটা বাঁহাতি-ডানহাতি ব্যাটসম্যানের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া।’