মমিনুল ইসলাম »
যারা ক্রিকেট নিয়মিত অনুসরণ করেন তাদের কাছে নাজমুল হোসেন শান্ত বেশ পরিচিত নাম। বাংলাদেশের এইচপি দল কিংবা এ দলের নেতৃত্ব দিচ্ছেন অনেক দিন হলো। শুধু বয়সভিত্তিক দল কিংবা এ দল নয় খেলেছেন জাতীয় দলের জার্সিতেও। বাংলাদেশের লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি। এবারের বিপিএলেও দল পেয়েছেন, খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। সংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় শান্ত বলেন কাউকে অনুসরণ না করে নিজেকে নিজের মত করে সমৃদ্ধ করতে চাই।
শান্ত যখনই খেলেন সেখান থেকেই নতুন কিছু শেখার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। নির্দিষ্ট কাউকে অনুসরণ না করে যখন যেখানে যে অবস্থায় খেলছেন সেখান থেকেই নতুন কিছু শেখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমার সবার খেলাই অনুসরন আর সেখান থেকে কিছু নেয়ার চেষ্টা করি। আমার খেলার একটা নিজস্বতা আছে, আমি আমার মত করেই কাজ করে যাচ্ছি। নির্দিষ্ট কাউকে অনুসরন করছি না।’
এবারের খুলনা টাইগার্স দলের হয়ে সাবেক দক্ষিন আফ্রিকার তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। গত কয়েক বছর ধরে বিপিএলে রয়েছেন ফর্মের তুঙ্গে। অভিজ্ঞতাতেও রাইলি রুশো বেশ এগিয়ে। গত আসরের রংপুরের হয়ে ৫০০+ রান ও করেছিলেন। এবার খুলনা টাইগার্সের জার্সিতেও রয়েছেন ফর্মে। রুশোর সাথে আলাদাভাবে তেমন কথা হয়নি তবে তাকে দেখেও শিখছেন গোপনে।
তিনি বলেন, ‘আমার সাথে আলাদা করে তেমন কথা হয়নি। সে খুব ছন্দে আছে এখন। গত কয় আসরে সে খুব ভালো করেছে তাই তাকে দেখে অনেক কিছুই শেখা যায়। অনুশীলনের সময় দেখা হয়, কথা আর তার অভিজ্ঞতা শেয়ার করেন যা আমার জন্য বেশ ভালো।’
এবারের বঙ্গবন্ধু বিপিএলে ৬ ম্যাচে করোছেন ৭৬ রান। শান্ত মনে করেন টি-টোয়েন্টিতে বড় ইনিংস খেলার জন্য ভিন্ন কিছু করার দরকার নেই। তিনি বলেন, ‘ভিন্ন কিছু করার তেমন প্রয়োজন নেই। যেহেতু সময় কম তাই সময় নিয়ে ব্যাটিং করাও সম্ভবপর নয়। শুরু থেকোই বড় শট খেলতে হবে, বলে বলে রান নিতে হবে এমনটাই প্রবণতা থাকে।’