“নিজেকে নতুন করে সাজালেন তামিম”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তামিম ইকবালের কাছে ভক্তদের প্রত্যাশাটা যেনো সবসময় একটু বেশিই থাকে। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্সও করে আসছিলেন প্রতিনিয়ত। তবে হঠাৎ করেই বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা সিরিজ, নিজেকে যেনো হারিয়ে খুঁজছিলেন তামিম ইকবাল। নিজের নামের প্রতি কোনোভাবেই যেনো সুবিচার করতে পারছিলেন না দেশ সেরা এ ওপেনার। তামিমের এই খেয় হারানো পারফরম্যান্সে, পুরো ক্রিকেট পাড়ায় যেনো সমালোচনায় মুখরিত হয়ে উঠেছিলো।

নিজের অপ্রত্যাশিত এমন পারফরম্যান্স ও চারিদিকে সমালোচনার ঝড় সহ্য করতে না পেরে এক পর্যায়ে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের ব্যর্থতা ভুলতে এবং হারানো ফর্ম ফিরে পেতে নিজেকে নতুন ভাবে তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি। এমনকি নিজেকে ফুরফুরে রাখতে পাড়ি জমান ব্যাংককে। সেখানে গিয়ে ব্যাক্তিগত ট্রেনার নিয়োগ দিয়ে শুরু করেন কঠোর অনুশীলন। আর এই ব্যাংককে থাকাকালীন সময়ে ৪৯টি সেশন সম্পন্ন করেন, যাতে করে ৫ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন তিনি।

ছুটি শেষ হওয়ার পর নির্ধারিত সময়েই দেশে ফিরে আসেন তামিম। দেশে ফেরার পর দিন থেকেই লেগে পড়েন অনুশীলনে। মিরপুর একাডেমি মাঠে নিয়মিত অনুশীলনে ব্যস্ত রাখেন নিজেকে। মূলত আসন্ন ভারত সিরিজকে সামনে রেখেই তার এমন কঠোর অনুশীলন। এক পর্যায়ে তামিম সিদ্ধান্ত নেন চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে অংশগ্রহণ করবেন। ভারত সিরিজের মূল প্রস্তুতি হিসেবে জাতীয় লিগকেই বেছে নিয়েছেন এ ব্যাটিং স্তম্ভ।

এ মৌসুমের জাতীয় লিগকে ছাপিয়ে বিসিবির নজর ক্রিকেটারদের ফিটনেসের দিকে। বিসিবি সাফ জানিয়ে দিয়েছেন, এ বারের জাতীয় লিগে মাঠে নামতে হলে প্রত্যেক ক্রিকেটারকে বিপ টেস্টে ১১ পেয়ে পাশ করতে হবে। আজ (১ অক্টোবর) বিপ টেস্টের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই বিপ টেস্টের ফলাফলে জানা যায়, ১২ এর অধিক নম্বর পেয়ে বিপ টেস্টে কৃতকার্য হয়েছেন তামিম ইকবাল খান। এতে বুঝাই যাচ্ছে, গত এক মাসের কঠোর পরিশ্রমের ফলাফলটা ঠিকভাবেই পেয়েছেন তিনি।

এবার শুধু একটা ভালো ইনিংসের অপেক্ষা। তামিম ইকবাল খান আগের তুলনায় আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসুক এবং দলের জয়ে অবদান রাখুক, এটাই তার ভক্তদের কামনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »