নিজ দেশকে দমাতে প্রোটিয়া দলে যোগ দিলেন এক ভারতীয়!

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের সাবেক ঘরোয়া ক্রিকেটার অমল মজুমদারকে। ভারত বধ করতেই এমন পরিকল্পনা এঁটেছে প্রোটিয়ারা।

ভারত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচই খেলতে পারেননি অমল। কিন্তু ঘরোয়া ক্রিকেটে বরাবরই সফল ছিলেন এই ব্যাটসম্যান। মুম্বাইয়ের হয়ে ১০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১১৬৭ রান। শুধু তাই নয় রঞ্জি ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ভারতের বয়সভিত্তিক দলের সাথে কাজ করা সহ নেদারল্যান্ড দলের সাথেও কাজ করেছেন অমল।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত পরিচালক ক্যারি ভেন জিল বলেন, ‘আমাদের জন্য অমল খুবই গুরুত্বপূর্ণ। তিনি ভারতীয় ব্যাটসম্যানদের অবস্থা এবং আমাদের ব্যাটসম্যানদের সমস্যা সম্পর্কে জানতে পারবেন। কিছুদিন আগে ভারতে স্পিন বোলিং ক্যাম্পেও সাহায্য করেছেন। এভাবেই এইডেন মারক্রাম, যুবায়ের হামজা ও টেম্বা বাভুমাদের সাথে সম্পর্ক হয়েছে।’

এদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অমল মজুমদার। তিনি বলেন, ‘আমার মধ্যে ক্রিকেটটা সবসময়ই ছিল। ক্রিকেটের ডাকে সাড়া দিতেই হবে আমাকে। ২৫ বছর ক্রিজে কাটিয়েছি, আরও ২৫ বছর ক্রিকেটারদের সাথে মাঠেই কাটাতে চাই। এই দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »