সাজিদা জেসমিন »
অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচে ফিল্ডে থাকাকালীন ইনজুরিতে পড়ায় টি-২০ বিশ্বকাপের আসন্ন ম্যাচগুলোতে পেরির অংশগ্রহণ অনিশ্চয়তায় রয়েছে।
ম্যাচের পূর্ব থেকেই পেরির ইনজুরিতে পড়ার আভাস পাওয়া যাচ্ছিলো। কেবলমাত্র নেট সেশনের শেষের দিকে তিনি নিজেকে ফিট মনে করেন। সেমিফাইনালের পথে হাঁটতে থাকা ম্যাচে অজিদের নিশ্চিত জয়লাভের লক্ষ্যে অধিনায়ক ম্যাগ ল্যানিং পেরিকে দলে পাওয়ার জন্য মরিয়া ছিলেন।
ম্যাচে পেরি ১৫ বলে ২১ রানের দুর্দান্ত ইনিংস খেলা পর্যন্ত এই সিদ্ধান্ত অটল ছিলো। তবে নিউজিল্যান্ডের চেজের ১১তম ওভারে পেরি সমস্যা অনিভব করেন এবং মাঝপথেই খুঁড়িয়ে সাপোর্ট স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন।
দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানা যায়, পেরি হার্মিস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এবং ম্যাচ পরবর্তী সময়ে তা মূল্যায়ন করা হবে। আসরের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।