নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে টিকে থাকার লক্ষ্যে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বিকালে মাঠে নামবে দক্ষিন আফ্রিকা। চলমান আইসিসি বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে উভয় দল।
বুধবার বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
নিজেদের পাঁচ ম্যাচে মাত্র একটি জয়ে খাদের কিনারায় প্রোটিয়ারা। আজ টিকে থাকার লড়াইয়টা মোটেও সহজ হবেনা দক্ষিণ আফিকার। কেননা টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে অপরাজিত কেন উইলিয়ামসের দল। টিকে থাকতে হলে চারটি ম্যাচকেই কোয়ার্টার ফাইনাল মনে করে খেলতে হবে প্রোটিয়াদের।
এদিকে বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। মোট ৭ বারের দেখায় নিউজিল্যান্ড জিতেছে ৫টি বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় ২টি। আর মোট ৭০টি ওয়ানডে ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের জয় ২৪টিতে বিপরীতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪১টি ম্যাচে। বাকি ৫টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।