নিউজিল্যান্ডের দল ঘোষণা, দলে ‘৩’ নতুন মুখ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। গতকাল বুধবার (১০ মার্চ) ১৩ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

সদ্য ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন ৩ ক্রিকেটার। চোট থাকার কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বদলি হিসেবে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম।

প্রথমবারের মত ওয়ানডে দলে সুযোগ পাওয়া ৩ জন ক্রিকেটার হলেন- ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল ও উইল ইয়ং।

আগামী ২০ মার্চ থেকে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।

একনজরে নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ড, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জ্যামিসন, ড্যারিল মিচেল‍, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও উইল ইয়ং।

ওয়ানডে সিরিজের সূচি

১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন
২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে
৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »