নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিদেশীয় সিরিজের ৩য় ম্যাচে ক্রাইস্টচার্চে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। উক্ত ম্যাচে, আগে ব্যাট করে স্বাগতিকদের জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে বাংলাদেশ।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৩ রান আসে ওপেনার নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। এছাড়া আফিফ (২৪) ও সোহানের ব্যাট চড়ে আসে ২৫* রান।
কিউইদের হয়ে বল হাতে ট্রেন্ড বোল্ট, টিম সাউদি,মিচেল ব্রেসওয়েল ও ইশ সোদী নেন দুটি করে উইকেট।
১৩৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে নিউজিল্যান্ড।