নিউজিল্যান্ড সিরিজেই তামিমকে দলে পেতে চায় ম্যানেজমেন্ট

ক্রীড়া প্রতিবেদক »

ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিম ইকবালের। ইংল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে রিহ্যাব প্রক্রিয়া শুরু করেছেন এই বঁহাতি ওপেনার। বিশ্বকাপের আগেই ফিট হতে চান তামিম। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন আশা প্রকোশ করেছেন এশিয়া কাপের পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই তামিমকে দলে পাওয়া যাবে।

শনিবার (১৯ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের একথা জানান তিনি। জাতীয় দলের এই নির্বাচক বলেন, ‘সে অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয়, সময়ের আগেই ফিরে আসবে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, নিউজিল্যান্ড সিরিজেই হয়তো ওকে আমরা পাবো। কারণ, বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা ও পারফর্ম্যান্স আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে নিজেকে সময় দিচ্ছেন আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসবে।’

এ সময় নির্বাচক জানান আসন্ন বিশ্বকাপে তামিম ইকবালের অভিজ্ঞতা টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ভালো করতে হলে তামিমকে জাতীয় দলের দরকার। সুনন বলেন,  ‘আমার সাথে এখনো দেখা হয়নি, একটু পরে যাব। আমাদের হাতে সময় আছে এখনো, দেখুন ওয়ার্ল্ড কাপ অক্টোবর মাসে। তার আগে কিন্তু বেশ যথেষ্ট সময় পাচ্ছেন এবং নিউজিল্যান্ড আসার আগে আমি আশাবাদী ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা ছোটখাটো চোট থাকবে, সেটা তামিম ভালো জানেন। তার ব্যাপারে তিনিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু যা বলছিলাম, সুস্থ তামিমকে, ফিট তামিমকে আমাদের ভীষণ দরকার। তাঁর পারফর্ম্যান্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপের ভালো করার ক্ষেত্রে।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »