নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারার পর অস্ট্রেলিয়া দলে বেশ কিছু পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশিত ছিল সবার। ফেব্রুয়ারি এবং মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সব আলোচনার অবসান ঘটিয়ে প্রোটিয়াদের বিপক্ষেও অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে দেখা যাবে পেইনকে। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং প্যাট কামিন্সকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন ৫ নতুন ক্রিকেটার। ১৯ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন সীমিত ওভারের নিয়মিত মুখ অ্যালেক্স ক্যারি।
দল ঘোষণার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের কার্যনির্বাহী প্রধান বেন অলিভিয়ার নিয়মিত অধিনায়ক টিম পেইনের টেস্ট অধিনায়ক হিসেবে পুর্নবহাল থাকার বিষয়টিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এছাড়া দল এবং ক্রিকেট অস্ট্রেলিয়ারও তাঁর প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে অলিভিয়ার বলেন,”পেইনের প্রতি দলের পূর্ণ সমর্থন রয়েছে। কোচ এবং ক্রিকেট অস্ট্রেলিয়ায়ও অন্য সবার মতো তাঁর প্রতি সমর্থন রয়েছে। বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের ফলাফল তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পক্ষে যথেষ্ট নয়।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দল : টিম পেইন (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মইসেস হেনরিকস, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্ক স্টেকিটি, মিশেল সুইপসন, এবং ডেভিড ওয়ার্নার।
নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড, এ্যাস্টন আগার, জেসন বেভেনড্রফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডর্মট, রিইলি মেডেরিথ, জস ফিলিপ, জে রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডেনিয়েল স্যামস, তানভীর সাঙ্গা, ডার্কি শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাস্টন টার্নার, এন্ড্রু টাই, এবং এ্যাডম জাম্পা।