নারী কেলেঙ্কারির অভিযোগে শাদাব খান!

মারুফ ইসলাম ইফতি »

ফিক্সিং কেলেঙ্কারি কিংবা নারী কেলেঙ্কারি,নিষিদ্ধ এই কাজ গুলো প্রতিযোগীতা দিয়ে আরো বেশি করেন পাকিস্তানি ক্রিকেটাররা।কয়েকদিনের ব্যবধানে আবারো পাকিস্তান ক্রিকেটে নারী কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত আরেক ক্রিকেটার।এবারের নামটি পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানের।কিছুদিন আগে শাহেনশাহ আফ্রিদি ও ইমাম-উল হকও গনমাধ্যমের শিরোনাম হয়েছিলেন নারীঘটিত কেলেঙ্কারিতে।তবে শাদাব খানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিঃসন্দেহে বাকীদের তুলনায় জঘন্য।

পাকিস্তানি এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুবাইয়ের এক মডেল অভিনেত্রীর নগ্ন ছবি ফাঁস করার হুমকি দেওয়ার।জানা গেছে দুবাইয়ের এক মডেল অভিনেত্রী তার সাথে প্রতারণার করার অভিযোগ করে এর পেক্ষিতে তার নগ্ন ছবি ফাঁস করার হুমকি পাওয়ারও অভিযোগ এনেছেন শাদাবের বিরুদ্ধে।

দুবাইয়ের ওই মডেল অভিনেত্রীর নাম আশরিনা সাফিয়া।জানা গেছে এই মডেল অভিনেত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল শাদাবের।নিজের ইনিস্ট্রাগ্রাম একাউন্ট হতে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিষয় গুলো জানিয়েছেন সাফিয়া নিজেই।এছাড়া আরো জানান দুজনের প্রেমের সম্পর্ক গনমাধ্যমে জানাজানি হওয়ার পর এক পর্যায়ে সাফিয়াকে অস্বিকার করেন শাদাব।শাদাবের উগ্র আচরনের প্রতিবাদ করায় শাদাব তার নগ্ন ছবি ফাঁস করার হুমকি দেন বলে অভিযোগ তুলেছেন এই মডেল।

এমন জঘন্য অভিযোগের পর এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি শাদাব খানের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »