নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একই বছর দুই বার বিপিএল, এ নিয়ে জল ঘোলা কম হয়নি। অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ম আসর হবে ফ্র্যাঞ্চাইজি বিহীন এক টুর্নামেন্ট। অর্থাৎ বিপিএলের ৭ম আসরের সম্পুর্ণ খরচ বিসিবি নিজেই বহন করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নাফিসা কামাল বিপিএলে ফেরার ইচ্ছা প্রকাশ করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমার মনে হয়, এখানে অংশগ্রহণ করতে না দিয়ে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের মধ্যে আলোচনা শেষ না করেই, বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমি আশা করি খুব শিগগিরই পুনঃ বিবেচনা করে আমাদের ফিরিয়ে নেওয়া হবে। আমরা সব ফ্র্যাঞ্চাইজিগুলোই বিপিএলে অংশ নিতে চাই।”
তবে নাফিসাকে ফিরিয়ে দিয়েছেন বিসিবি বস। আর তার এ আগ্রহকে কেন্দ্র করে পাপন বলেন, “বিপিএল নিয়ে সব সিদ্ধান্ত হয়ে গেছে। ফ্র্যাঞ্চাইজি থাকছে না, এটা চূড়ান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ম আসরে ফ্র্যাঞ্চাইজিদের ফেরার কোনো সম্ভাবনা নেই। তারা যদি চায় তাহলে কোনো টিমের স্পন্সর করতে পারে। তবে হ্যাঁ, এতে একটা সমস্যাও আছে– এমন হতে পারে, কুমিল্লা আছে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই। আমরা এখনি সব কিছু জানিয়ে দিচ্ছি যাতে পরে আর কোনো সমস্যা না হয় (যারা যারা স্পন্সর হতে চায়, তাদের উদ্দেশ্যে)। পত্রিকার মাধ্যমে আমরা খবর ছড়িয়ে দিবো। যারা আগ্রহী, তারা আসবে।”
এ বছর বিপিএল হওয়া নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের প্রশ্ন তোলা, বিপিএলের রীতি ভেঙে খেলোয়াড়দের কিনে নেওয়া–এমন অনেক সমস্যার কারণেই ফ্র্যাঞ্চাইজিদের বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে বিসিবি বস জানিয়েছেন, “আমরা চাই এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান হোক। আমরা কাউকেই বাদ দিইনি বা দিবোও না। আমরা শুধু এই সমস্যার সমাধান করতে চাই। যখন আমরা মনে করবো সমস্যার সমাধান হয়েছে, তখন বিপিএল আবার আগের নিয়ম অনুযায়ীই হবে।”