নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক »

এবার করোনাভাইরাসে আক্রান্ত আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। এর আগে আজ দুপুরে খবর আসে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার করোনা আক্রান্তের খবর।

নাজমুল ইসলাম অপুর বাবা-মা দুজনও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার প্রাদুর্ভাবের শুরু হওয়ার সময় থেকে অসহায় মানুষদের ত্রাণ ও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করে আসছিলেন অপু। ঈদের পরে আবার পুনরায় অসহায় মানুষদের অনুরোধে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছিলেন তিনি।

নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে নাজমুল ইসলাম অপু জানান, ‘মানুষের অনুরোধে পুনরায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছিলাম। পরে বাসায় আসার পর থেকে আমার বাবার শরীর খারাপ হয় খুব বেশি। তারপর বাবার করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে। বাবার পজিটিভ আসার পরে আমি এবং আমার মায়ের নমুনা পাঠাই। পরে আজ আমাদের দুজনেরও পজিটিভ এসেছে। তবে আমরা এখন বাসায়ই আইসোলেশনে আছি। আমি এবং মা সুস্থ থাকলেও বাবার শরীরটা একটু বেশি খারাপ। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »