নাগপুরে লজ্জার রেকর্ড গড়লেন সৌম্য

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে নাগপুরে সিরিজ নির্ধারনী ম্যাচে ব্যাট হাতে কিছুটা প্রতিদ্বন্ধিতা করলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। বাংলাদেশের হয়ে কোনো রান না করে ফিরেন সৌম্য, মুশফিক, আফিফ। তবে শূন্য রানের মাথায় আউট হওয়া সৌম্য এই বার নাম লিখিয়েছেন এক লজ্জার রেকর্ডে।

নাগপুরে মুস্তাফিজদের বল হাতে ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন সৌম্য। তবে ব্যাট হাতে তিনি ফিরেন কোনো রান না করেই। গত ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় সৌম্য নাম লিখিয়েছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে।

২০১৫ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচ টপ অর্ডার ব্যাটসম্যানদের(১ থেকে ৩ নং পজিশনে) মধ্যে সবচেয়ে বেশি ডাকের খাতায় নাম লেখালেন সৌম্য। গত এই চার বছরে সবচেয়ে বেশি সংখ্যক ১২ বার ডাক মেরেছেন তিনি। সৌম্যের সাথে যৌথভাবে এই রেকর্ডে নাম রয়েছে জেসন রয়ের। জেসন রয় ১২০ ইনিংসে ডাক মেরেছেন ১২ বার। যেখানে সৌম্য ১২ ডাক মেরেছেন ৯৮ ম্যাচ খেলে।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক ডাক মারার রেকর্ডেও সবার উপরে সৌম্য। টি-টোয়েন্টিতে তিনি ডাক মেরেছেন ৮টি ম্যাচে। দ্বিতীয় স্থানে থাকা মাশরাফি ডাক মেরেছেন ৬টি টি-টোয়েন্টি ম্যাচে।

অভিষেকের পর সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাকও মেরেছেন সৌম্য। অভিষেকের পর থেকে এই সময়ে সৌম্য ১২৭ ম্যাচে ডাক মেরেছেন ১৪ বার। সব ফরম্যাট মিলিয়ে এই রেকর্ডে দ্বিতীয় স্থানে রয়েছে সাব্বির। ১১৭ ম্যাচে সাব্বির ডাক মেরেছেন ১১ বার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »