এ কে শাহেদ »
বঙ্গবন্ধু বিপিএলের ১৩তম ম্যাচে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এ আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি রংপুর রেঞ্জার্স, ০৩ ম্যাচেই হেরেছে মোহাম্মদ নবি’র নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে ০২ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে মুশফিকের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।
চট্টগ্রামে টস জিতে রংপুরের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। টানা তিন ম্যাচেই টস জিতেছে মুশফিকুর রহিম। আজ টস জয়ের ন্যায় ম্যাচ জয়ও চাইবেন মুশি। আর জয়হীন রংপুর ও এর ব্যতিক্রম নয়।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর রেঞ্জার্স। দলীয় ২০ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে ফিরে যান ওপেনার মোহাম্মদ শেহজাদ। তার পর ৪০ রানের মধ্যে হারায় আরো দুটি উইকেট। ডেলপোর্ট ৪ রানে ও নাদিফ চৌধুরী ০ রানে ফিরে যান। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে। খেলেন ৩২ বলে ৫ চারে ও ২ ছয়ে ৪৯ রানের ইনিংস। আরেক ব্যাটসম্যান ফজলে মাহমুদ খেলেন ৪২ রানের ইনিংস। ফলে ২০ ওভারে ০৯ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে রংপুর। তাদের সর্বোচ্চ ০৩টি উইকেট নেন শফিউল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
রংপুর রেঞ্জার্স- ১৩৭/৯(২০), নাঈম শেখ ৪৯, মাহমুদ ৪২, শফিউল ইসলাম ৪-১-২১-৩