নাইমের বোলিং তোপে ভাঙন লঙ্কান শিবিরে

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে চালকের আসনে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১০১ রান।

৪ উইকেটে ২৩৩ রান নিয়ে বাংলাদেশ প্রথম দিনের খেলা শেষ করার পর দ্বিতীয় দিনে এসে স্কোর বড় করতে সফল হয় বাংলাদেশ ইমার্জিং দল। সব কয়টি উইকেট হারানোর আগে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা হয় ৩৬০ রানের বিশাল সংগ্রহ।

প্রথম ইনিংসে বাংলাদেশের এই বিশাল সংগ্রহের জবাবে খেলতে নেমে সুবিধা করতে পারেনি লঙ্কানরা। শুরু থেকেই ধারবাহিক বিরতিতে উইকেট বিলিয়ে দিতে থাকে লঙ্কান ইমার্জিং দল। দলীয় ২১ রানে প্রথম আঘাত হানার পর দলীয় ২৬ রানে আবারো আঘাত হানেন নাইম হাসান। মিনুধ ভানুকা ও চারিথ আসালঙ্কা মিলে প্রতিরোধ গড়তে চাইলে আবারও সেই নাইম হাসানের আঘাত। ভানুকাকে ব্যক্তিগত ব্যক্তিগত ১১ রানে ও আসালঙ্কাকে ব্যক্তিগত ১৮ রানে ফিরিয়ে দিনের ৪টি উইকেট একাই নেন নাইম।

দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ইমার্জিং দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১০১ রান। ক্রিজে অপরাজিত আছেন প্রমোদ মদোওয়ান্তা (২১) এবং আসেন বাদারা (২৩)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »