নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামীকাল একমাত্র টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। এই টেস্ট দিয়ে আফগানিস্তান দল প্রথমবারের মতো বাংলাদেশের সাথে সাদা পোশাকে মাঠে নামবে।
বাংলাদেশ দল নিজের ঘরের মাঠে অনেক শক্তিশালী। তাদেরকে ঘরের মাঠে হারানো অনেক কঠিন বলা যায়। আর বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলের শক্তির জায়গা হচ্ছে স্পিন বোলিং। বাংলাদেশ তো অবশ্যই এবং আফগানিস্তান দল চাইবে বাংলাদেশ দলকে স্পিন দিয়ে কাবু করতে। আফগানিস্তান দলে রয়েছেন রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো স্পিনার।
রশিদ নবীদের নিয়ে আফগানদের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। তবে লাল বলে আফগানদের বোলিং সাদা বলের মতো জ্বলে উঠতে দেখা যায় নি। তবে আফগানদের ভালো সামর্থ্য আছে বাংলাদেশকে তাদের স্পিন দিয়ে আটকে দেবার।
তবে সবচেয়ে মজার ব্যাপার হলো দুই দলের মূল শক্তির জায়গা স্পিন হলেও বাংলাদেশ দল এই স্পিনে পুজি করতে চাইছে। বাংলাদেশ দল স্পিন বল দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার রণকৌশল সাজাচ্ছে।
বাংলাদেশ দলের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। এই দলের স্পিন বোলিংয়ে মূল ভরসা হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যিনি কিনা একটা ম্যাচের প্রেক্ষাপট একাই পরিবর্তন করে দিতে পটু। এছাড়া রয়েছেন তাইজুল ইসলাম যার ঝুলিতে আছে ৯৯টি উইকেট। আর একটি উইকেট পেলে হয়ে যাবে শততম উইকেট। আর রয়েছেন মেহেদী হাসান মিরাজ যিনি কিনা ইংল্যান্ড বনের নায়ক। আর আছেন তরুণ তুর্কি নাইম হাসান। তিনি তরুণ হলেও ক্ষমতা আছে একটি দলকে একাই ধ্বসিয়ে দেবার। আর নাইম কিছুদিন আগে শ্রীলঙ্কা ইমার্জিং দলকে একাই ধ্বসিয়ে দিয়েছিলেন।
আর বাংলাদেশও চাচ্ছে স্পিন দিয়ে আফগানদের ঘায়েল করার। আজ ম্যাচের আগের দিন সকালে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান স্পিনার নাইম হাসানকে নিয়ে উইকেট পরিদর্শন করেছেন। নাইমকে নিয়ে উইকেট পরিদর্শন করার মানে হচ্ছে যে স্পিন দিয়ে আগামীকালের ম্যাচের রণকৌশল তৈরি করবে বাংলাদেশ। সাকিবের পর মুশফিকুর রহিম উইকেট পরিদর্শন করে গিয়েছেন।