নাইটহুড উপাধি পেলেন গ্রিনিজ-লয়েড

মমিনুল ইসলাম »

ব্রিটেনের নাইটহুড উপাধিতে ভুষিত করা হলো ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ক্রিকেটার গর্ডন গ্রিনিজ ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েডকে। ব্রিটেনের নতুন বছরের তালিকায় জায়গা করে নেন এই দুই কিংবদন্তি ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজকে দুইবার বিশ্বকাপ ট্রফি জেতান ক্লাইভ লয়েড। ১৯৭০ ও ১৯৮০ র দশকে এক অপরাজেয় দলের নাম ওয়েস্ট ইন্ডিজ। যার নেতৃত্বে ছিলো ক্লাইভ লয়েড। ১৯৭৫ সাল ও ১৯৭৯ সালে তারই অধীনে বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজ। নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অসাধারণ অবদান রাখার জন্য এই সম্মানে ভুষিত করা হচ্ছে তাকে।

অপরদিকে উইন্ডিজের সাবেক কিংবদন্তি ওপেনার গর্ডন গ্রিনিজকে এই উপাধিতে ভুষিত করা হচ্ছে ক্রিকেটের উন্নয়নে অবদান রাখার জন্য। ৬৮ বছর বয়সী গ্রিনিজের অধীনে ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন ট্রফি জিতে বাংলাদেশ এবং বিশ্বকাপের চুড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে।

এমন সম্মানে ভুষিত হয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ক্লাইভ লয়েড। তিনি বলেন, ‘ ক্রিকেট নামক এই অসাধারণ খেলায় আমি আমার জীবনের পঞ্চাশ বছর পার করেছি । এখন এসে এমন সম্মানে ভুষিত হয়ে বুঝতে পারতেছি আমার কাজটাকে শ্রদ্ধার সঙ্গে দেখা হয়েছে। যে খেলা খেলে আনন্দ পেয়েছি সে খেলায় এমন সম্মান পেয়ে ভালো লাগছে। জানতে পারলাম গ্রিনিজও সম্মানিত হয়েছে। এটা তার প্রাপ্য কারণ সে ক্রিকেটের অসাধারণ একজন সেবক। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »