সাজিদা জেসমিন »
ইন্ডিয়ার সাবেক অলরাউন্ডার বাপু নাদকার্ণি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৮৬ বছর বয়সে শুক্রবার (১৭ জানুয়ারী) মুম্বাইয়ে মৃত্যুবরণ করেছেন। মহারাষ্ট্রের প্রাক্তন এই অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে ধীরগতির ২১টি মেইডেন অর্জনের কারণে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন।
নাসিকে জন্মগ্রহণকারী এ-ই খেলোয়াড়ের ১৯৫৫ সালে দিল্লীতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে। ১৯৬৮ সালে অকল্যান্ডে তিনি তার টেস্ট ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন। তিনি ইকোনমিক্যাল বোলিংয়ের জন্য সুপরিচিত ছিলেন। টেস্টে তার ২টি সেরা বোলিং ফিগার ছিলো ৩৩-২৪-৩৩-০ (পাকিস্তানের বিপক্ষে) এবং ৩৪-২৪-২৪-১( ১৯৬০-৬১ সালে ঘরোয়া সিরিজে)।
বাঁহাতি স্পিনার নাদকার্ণি ১৯৫৫-৬৮ সালের মধ্যবর্তী সময়ে ইন্ডিয়ার হয়ে ৪১ টি টেস্ট খেলেছেন। এ-ই সময়ে তিনি ১৪১৪ রান এবং ৮৮টি উইকেট সংগ্রহ করেন, এবং তিনি তৎকালীন সেরা ইকোনমিক্যাল একজন বোলার হিসেবে বিবেচিত ছিলেন। ইংল্যান্ডের বিপরীতে চতুর্থ টেস্টে তিনি ২১টি মেইডেন লাভের গৌরব অর্জন করেন। তিনি তখন কোন উইকেট না পেলেও তার মুগ্ধ করা বোলিং ফিগার ছিলো ৩২-২৭-৫-০। নাদকার্ণি তার ফার্স্ট ক্লাস ক্রিকেট ক্যারিয়ারে ১৯১ ম্যাচে ৫০০টি উইকেট নিয়েছেন।