নবীন আফ্রিকায় উড়ে গেল ইংলিশরা

দুর্জয় দাশ গুপ্ত »

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একদম নতুন রূপে সেজেছে দক্ষিণ আফ্রিকা দল। পুরোপুরি নতুন এক কোচিং স্টাফের অধীনে এই সিরিজে মাঠে নামে অধিনায়ক ফাফ ডু প্লেসির দল। নতুন কোচিং স্টাফদের তত্ত্বাবধানে ঘরের মাঠে উড়ন্ত সূচনা প্রোটিয়াদের। সেঞ্চুরিয়ন টেস্টে জো রুটের ইংল্যান্ডকে ১০৭ রানে হারিয়েছে নবনির্বাচিত প্রোটিয়া কোচ মার্ক বাউচারের শিষ্যরা।

জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৭৬ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। তৃতীয় দিনে সেই লক্ষ্যের দিকে ভালো ভাবেই এগোচ্ছিলো ইংল্যান্ড।। ১ উইকেটে ১২১ রান নিয়ে ৩য় দিন শেষ করে তারা। ররি বার্ন্স ৭৭ এবং ইনফর্ম জো ডেনলি অপরাজিত ছিলেন ১০ রানে।

তবে আজ চতুর্থ দিন সকালে ব্যাটিং করতে নেমেই যেন খেই হারিয়ে ফেলে জো রুটের দল। দলীয় ১৩৯ রানে পেসার নরকিয়েকে পুল করতে গিয়ে ৮৪ রানে আউট হয়ে যান বার্ন্স। এর খানিক পরেই জো ডেনলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তরুণ ডোয়াইন প্রিটোরিয়াস।

চতুর্থ উইকেটে বেন স্টোকস এবং অধিনায়ক জো রুট প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ২০০ রানের পর অলরাউন্ডার বেন স্টোকসকে বোল্ড করেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। এর পরে উইকেটে আসা বেয়ারস্টো ফেরেন রাবাদার প্রথম শিকার হয়ে মাত্র ৯ রান করে। শুরু হয় আসা যাওয়ার মিছিল।

কিন্তু ছয় উইকেট হারালেও দলকে একা টেনে নিচ্ছিলেন অধিনায়ক রুট। কিন্তু হাফ সেঞ্চুরি থেকে যখন মাত্র দুই রান দূরে তখনই নরকিয়ের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইংলিশ অধিনায়ক।

এরপর বোলিংয়ে রীতিমত আগুন ঝড়িয়েছেন রাবাদা। আরও দুই উইকেট তুলে নেন তিনি। মারমুখী জস বাটলার ফেরেন ২২ রান করে। শেষ ব্যাটসম্যান হিসেবে স্টুয়ার্ট ব্রডকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে দারুণ জয় এনে দেন রাবাদা। আর ২৬৮ রানে অল আউট হয় ইংল্যান্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »