https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এবার আরও একটি রেকর্ডে সৌরভ গাঙ্গুলিকেও ছাপিয়ে গেছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। কেননা আইপিএলে বরাবরই ব্যর্থ অধিনায়কত্বের পরিচয় দিয়ে আসছেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই সফলতার পরিচয় দিয়ে আসছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
ক্যারিবিয়ানদের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ৩১৮ রানের বিশাল জয় পেয়েছে টিম ইন্ডিয়া। যা কোহলির নেতৃত্বে বিদেশের মাটিতে ১২তম টেস্ট জয়। কোহলির অধীনে ভারত এখন পর্যন্ত দেশের বাইরে ২৬টি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে জয় পেয়েছে ১২টিতে।
অন্যদিকে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে টিম ইন্ডিয়া দেশের বাইরে টেস্ট ম্যাচ খেলেছে ২৮টি। যেখানে ভারত জয়ের হাসি হেসেছে মোট ১১ বার। তাই ভারতের অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটি দখজলে নিলেন কোহলি। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিদেশের মাটিতে ৩০টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করলেও জয়ের দেখা পেয়েছে মাত্র ৬ ম্যাচে।