নতুন রেকর্ডে ইমরান-বোর্ডারদের পাশে নাম লেখালেন রশিদ খান

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশ দলের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতে বিশাল ব্যবধানে জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান। টেস্টে নবাগত আফগানদের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন অলরাউন্ডার রশিদ খান। আর বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি দিয়েই আরও একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন রশিদ।

ক্রিকেট বিশ্বে অধিনায়ক হিসেবে এক টেস্টে ব্যাট হাতে অর্ধশতক হাঁকানো ও ১১ উইকেট নেয়া তৃতীয় ক্রিকেটার হলেন রশিদ খান। এর আগে ১৯৮৩ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ভারতের বিপক্ষে ১১ রান করার সাথে ১১ উইকেট নেন। এর ছয় বছর পর রেকর্ড বইয়ে নাম লেখান অ্যালান বোর্ডার। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বল হাতে ১১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ৭৫ রান। এই তালিকার তিনে যুক্ত হলেন আফগান অধিনায়ক রশিদ খান।

উল্লেখ্য, গত বিশ্বকাপে গুলবদিন নাইবের অধিনায়কত্বে কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি আফগানিস্তান। ফলে বিশ্বকাপ মিশন শেষে অধিনায়কত্বে পরিবর্তন আনে আফগান ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয় রশিদ খানকে। তিন ফরম্যাটেই আফগানিস্তানের অধিনায়কত্ব তুলে দেয়া হয় রশিদ খানের কাছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »