নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামীকাল ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। আসন্ন সফরকে সামনে রেখে দ্বিতীয় বারের মত টি-টোয়েন্টি দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) । পরিবর্তিত স্কোয়াডে এসেছে তিন পরিবর্তন, দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আসন্ন সিরিজকে সামনে রেখে সাকিব আল হাসানকে অধিনায়ক করে গত ১৭ অক্টোবর টি-টোয়েন্টি দলের স্কোয়াড ঘোষণা করেছিলো বিসিবি। তবে পরিবর্তিত স্কোয়াডে পাওয়া যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গত দুই বছর আগে ভারতের এক জুয়াড়ির কাছে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তবে আইসিসিকে অবগত না করায় আইসিসির নিয়ম অনুযায়ী এক বছরের জন্য মাঠের ক্রিকেটকে নিষিদ্ধ করেন সাকিবের জন্য।
বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের বা হাতি স্পিনের বিকল্প হিসেবে স্কোয়াডে ঢাকা হয়েছে মাত্র দুই টি-২০ খেলা স্পিনার তাইজুল ইসলামকে। পারিবারিক কারন দেখিয়ে ভারত সিরিজের জন্য ছুটি নেন তামিম ইকবাল। তামিম না থাকায় তামিমের পরিবর্তে একজন ব্যাটসম্যান হিসেবে ডাকা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।
মোহাম্মদ সাইফউদ্দিনের পিঠের ইনজুরির কারনে ভারত সফরসহ প্রায় তিন মাসের জন্য ছিটকে গেছেন ক্রিকেট থেকে। মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে দলে ডাকা হয়েছে বাম হাতি পেসার আবু হায়দার রনিকে।
ভারত সফরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ ( অধিনায়ক) , লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ( উইকেট-রক্ষক) , মোহাম্মদ মিঠুন, আফিফ হাসান ধ্রুব, নাঈম শেখ, আরাফাত সানি, আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন সৈকত, আল- আমিন হোসেন, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম।