নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন ডেকেছেন মহেন্দ্র সিং ধোনি’ ঠিক এমনই এক খবরকে কেন্দ্র করে অনেকেই বলে দিয়েছেন আজ তাহলে ক্রিকেটকে বিদায় জানিয়ে অবসরে যাবেন। ভারতীয় মিডিয়ায় আজকের সবচেয়ে বড় ইস্যু ছিল এটা। কিন্তু এমন খবরকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুজবের অবসান করলেন ধোনির স্ত্রী সাক্ষী নিজেই। নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে বলেছেন, ধোনির অবসরের কথা বলে গুজব ছড়ানো হচ্ছে।
বিশ্বকাপের পরেই বোর্ডের থেকে ২ মাসের ছুটি নিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে ভারতীয় দল এখন নিজেদের মাটিতে প্রস্তুত হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ খেলতে। আর এ সময়ই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ধোনিকে নিয়ে স্মৃতিচারণ করলেন। একটি টুইটে কোহলি লেখেন,
‘ওই ম্যাচটার কথা আমি কিছুতেই ভুলতে পারব না। ওই রাত তা ছিল বিশেষ এক রাত। ফিটনেস পরীক্ষার সময় যেভাবে ছুটতে হয় সামনের দিকে ঠিক একইভাবে ধোনি আমাকে ছুটিয়েছিল।’