ধারাভাষ্যকারদের কথায় কান দিতে চান না মাশরাফি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

প্রতিটি ম্যাচেই ধারাভাষ্যকারদের ভূমিকা থাকে অপরিসীম। প্রতিটি বলের আপডেট দর্শকদের কাছে পৌঁছে দেয়ার পাশপাশি ম্যাচ নিয়ে গবেষণাটাও বেশ ভালোভাবেই করে থাকেন তারা। প্রতিটি ম্যাচের আগে তো পিচ রিপোর্টে ধারণা দিয়েই থাকেন।

তবে ধারাভাষ্যকারদের কথায় যদি কোনো দল তাদের গেম প্ল্যানই পরিবর্তন করে ফেলে তাহলে কেমন হয়! বাংলাদেশ দলের ক্ষেত্রে ঘটেছে এমনটাই। জানা যায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ চলাকালে ধারাভাষ্যকারদের কথায়ই বাংলাদেশ দল তাদের গেম প্ল্যান পরিবর্তন করে। উইকেটে যখন ব্যাট হাতে মিঠুন সেট ছিলেন তখন অধিনায়কের সাথে পরামর্শ না করেই তার কানে পৌঁছে দেয়া হয় ধারাভাষ্যকারদের মন্ত্র। আর এতেই মিঠুন গেম প্ল্যানের বাইরে গিয়ে শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন।

উইন্ডিজের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে মাশরাফি তাই জানালেন ধারাভাষ্যকারদের কথা শুনেই উইকেট সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। ‘ধারাভস্যকারদের কথা শুনে আসলে উইকেট বুঝা সহজ নয়। টনটনের উইকেট নিয়েও বিভ্রান্তি রয়েছে। কেউ বলছে ঘাস থাকবে আবার কেউ বলছে এখানে ফ্ল্যাট উইকেটে খেলা হয়। আমার মতে যারা মাঝের ওভারগুলোতে খেলবে তারা ভালো বুঝবে।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »