নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন সফরকে সামনে রেখে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে টি-২০ এর স্কোয়াড। আসন্ন ভারত সফরের আগে হঠাৎই ধর্মঘট ডেকে সাকিব-তামিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। শোনা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে মিরপুরের একাডেমী মাঠে সংবাদ সম্মেলন ডেকেছে সিনিয়র ক্রিকেটারেরা।
বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট গুলোকে বলা হয়ে থাকে ক্রিকেটারদের রুটি রুজির আতুরাশ্রম। তবে সবসময়ই প্রশ্নের মুখে ঘরোয়া ক্রিকেটের বেতন নিয়ে। এবারের লীগ নতুন ভাবে শুরু করার আগে আশ্বাস দেয়া হয়েছিলো বাড়ানো হবে পারিশ্রমিক। তবে আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি ক্রিকেট বোর্ড। আগের বারের মতই ১ম স্তরের ম্যাচের পারিশ্রমিক ৩৫ হাজার টাকা আর দ্বিতীয় স্তরের ম্যাচের পারিশ্রমিক ২৫ হাজার টাকা।
গুঞ্জন আছে এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি না থাকায় পারিশ্রমিক কম পাওয়ার আশঙ্কা জন্মেছে ক্রিকেটারদের মাঝে । আর তাতেই কি ধর্মঘট ডেকেছে ক্রিকেটাররা। শোনা যাচ্ছে অনিশ্চিত হতে পারে ভারত সফর। আজ দুপুর ২ টায় সংবাদ সম্মেলন ডেকেছে ক্রিকেটাররা।