নিউজ ডেস্ক »
ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন রমেশ টেন্ডুলকারের ব্যাটে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব। ২০১০ এ দক্ষিন আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০০ রানের এক অসাধারণ ইনিংস খেলেছিলেন ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন। তবে সম্প্রতি ঐ ম্যাচে খেলা দক্ষিন আফ্রিকার পেসার ডেল স্টেইন এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ১৯০ রানের আশেপাশে থাকাকালীন শচীনের বিপক্ষে স্টেইনের এক জোড়ালো এলবিডব্লিউর আবেদন নাকচ করে দেন আম্পায়ার। মূলত দর্শকদের ভয়ে এই কাজ করেন আম্পায়ার ইয়ান গোল্ড বলে দাবি করেন স্টেইন।
‘টেন্ডুলকার ওডিয়াই ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন, এটি ছিল আমাদের বিপক্ষে ২০১০ এ গোয়ালিয়রে। আমার স্পষ্ট মনে আছে, আমি তাকে এলবিডব্লিউর ফাদে ফেলেছিলাম ১৯০ রানের আশেপাশে। কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড আউট দেন নি এই বলে যে তিনি ঠিকঠাক ভাবে হোটেলে ফিরতে চান’- ডেল স্টেইন স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে জেমস এন্ডারসনের সাথে এক আড্ডায় এসব কথা বলেন।
স্টেইন আরো বলেন, ‘এবং আমি বললাম, কেন? কেন আপনি তাকে আউট দিলেন না। সে তো আউট। জবাবে গোল্ড বললেন, চারপাশে একটু তাকাও, যদি আউট দেই তবে আমি আর হোটেলে ফিরে যেতে পারবনা।’
ঐ ম্যাচে টেন্ডুলকারের অপরাজিত ২০০ রানের সুবাদে ভারত ৪০১ রানের বিশাল পুজি নিয়ে দক্ষিন আফ্রিকাকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল।
বাংলাদেশ সময়: ১০:৩৫ পিএম
নিউজক্রিকেট/এমএস