নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ হয়েছে জাতীয় লীগ ‘এনসিএল’ এর প্রথম রাউন্ড। এনসিএল চলকালীন ভারত সফরের জন্য স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। কবে করবে সে বিষয়ে শ্রীলঙ্কা সফর শেষে আজ সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক।
বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফর করেছেন প্রধান নির্বাচক নান্নু, সাথে ছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গেভেল্ট। তাদের সফর করার মূল উদ্দেশ্য ছিলো সামনে থেকে ‘এ’ দলের পারফরম্যান্স দেখা। সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান বেশ ভালোই কেটেছে লঙ্কা সফর। টেস্ট ড্র হলে ও ওয়ানডে ম্যাচে সিরিজ জয় আমাদের প্রত্যাশার সফল দিক। দলের পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে, তাছাড়া আমাদের জন্য বেশ কঠিন ছিলো কন্ডিশনটি। তিনি জানান আমরা যেখানে ছিলাম সেখান থেকে মাঠের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার, একই মাঠে অনুশীলন ও করা হতো। ভারত সফরের স্কোয়াড নিয়ে ও তাকে প্রশ্ন করা হয়।
মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এনসিএলের দ্বিতীয় রাউন্ড শেষে ভারত সফরের জন্য স্কোয়াড ঘোষণা হবে এবং ২৫ অক্টোবর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে’। তিনি আরো জানান- আমরা দ্বিতীয় রাউন্ডে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখতে চাই। প্রধান নির্বাচকের সাথে উপস্থিত ছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, ‘ভারত সফরের স্কোয়াড ঘোষণার আগে আমরা দ্বিতীয় রাউন্ডটি দেখে নিতে চাই’।
বাংলাদেশ নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করবে । সিরিজ কে সামনে রেখে মিরপুরে টাইগারদের অনুশীলন ক্যাম্প (২৫ অক্টোবর) শুরু হবে। সিরিজটি শুরু হবে ৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। বাকি দুটি ম্যাচ অর্থাৎ ২য় ও ৩য় যথাক্রমে ৭ নভেম্বর রাজকোট ও ১০ নভেম্বর নাগপুর। টেস্ট সিরিজের দুটি ম্যাচ হবে, প্রথমটি ১৪-১৮ নভেম্বর ও দ্বিতীয়টি ২২-২৬ নভেম্বর। ম্যাচ দুটির প্রথমটি হবে ইনডোরে ও দ্বিতীয়টি কলকাতায়।